দেখেছ কি মায়ার করুণ ছায়া ,
বুভুক্ষুর হাড় জিরজিরে কায়া ?
যদি সে পায় একটুকরো রুটি ,
আনন্দে ছলছল, নয়ন দু’টি !


পথচলা-দিশেহারা মরু-পথিক -
যখন তেষ্টায় বুক ফাটে অধিক ,
কি তার ভাবনা সংসার সনে !
ভবের তত্ত্ব ! মানে কি প্রাণে ?


ব্যর্থে, মুমূর্ষুসম যদি হয় প্রেমিক ,
পেলে প্রেম, কুসুমিত সে অধিক !


নিঃস্বর আঁখি, শহুরে অট্টালিকায় -
ভ্রমনে, চাতকসম শূন্যে তাকায় ।
ভবেতে বাঁচা, হৃদয়ে হায়-হায় ,
তবু জীবন টানে, আশা-কামনায় ।


কোন্ সে কোণের সুখ ধারায় -
গিরগিটি তার, রং পালটায় ?


যার অপূর্ণ পাঠ, আদিবর্ণ শিক্ষায় ,
মান্য সহজ পথ, বাঁচা ভিক্ষায় !


(ইং-০১-০৪-২০১৮)
- বেঙ্গালুর