পৃথিবী নাকি অনেক সুখদ
   ভোজ্য পানীয় ভরা ,
আমার ঘরে বাঁচার সম্পদ
  গৈতি কোদাল ঝোড়া ।


শুনছি কত ভিন্ গ্রহে যায়
   মহাসুখে আত্মহারা ,
চারপায়া পাতা মম দাওয়ায়
    দড়িদড়া সব ছেঁড়া।


অন্নের জ্বালায় উদর পোড়ে
   সভ্যরা বাধায় দাঙ্গা ,
হাহাকার মচে শহর জুড়ে
  বাঁচাটা দাঁড়ায় মেঙ্গা !


কারণ অকারণ কিছুই জানি না
     মানুষের মতিগতি ,
কাজ না করিলে দিন চলে না
     ঘরে জ্বলে না বাতি ।


(ইং-০৬-০৩-২০২০)