আবার আসিল দুয়ারে নেতা
ম্যাও-ম্যাও স্বরে বলিবে কথা ,
কার না দয়া আসে এ সময় -
ভিজে বেড়াল ,মায়া ধরায় !
ভোটারের ধরে গাত্র জ্বালা -
ফুলঝুরি বোল, শুনেছে মেলা -
বলুক না, মধুর অপূর্ব কথা ,
জনতা জানে শুধুই ভাঁওতা !


কর্ণকুহরে প্রতিবার শোনে ,
এবার সব পাবে, জনে-জনে !
আসিবে সুখ, ঝর্না ধারায় -
বর্ণে রাঙিবে, প্রতি আলয় ।
ঘৃত,মধু, মিষ্টি, দুধ-ভাত -
ডুবিয়ে খাবে থালায় দু’হাত !


কথায় জনতার নেই বিশ্বাস -
বহুবার পায়, এমন আশ্বাস ।
এ যেন প্রলাপ রাস্তার পাগল ,
শোনা অসহ্য আবোল-তাবোল !
জানে,ভোটের তরে রাশি-রাশি ,
ওরা, বেজায় বকে, বেশি-বেশি !


নেতা চায় উজলা, নিজ ভালো ,
নেতার ঘরেই উজ্জ্বল আলো !
কোথায় মূল্য, গরীবের জীবন ?
তারা নিরোপায়, দুঃখী বাঁচাধন !


(ইং-২৭-১১-২০১৭)
*-২৮-১১-২০১৮ , আজ, মধ্য প্রদেশে বিধান সভার ভোট ।