আজ, যুগধারা বহুধা পরিবর্তন
সখ্যতায় মনুষ্য স্বপক্ষে না অন্তরমন ,
খুঁজে মেলে না শান্তির বন-প্রান্তর
তপস্যা বলে সুখভোগ এ প্রথাও অবান্তর ।


কদম তলায় বাঁশুরী বাজিয়ে
দিন চলে না মন মাতিয়ে ,
না- বাবার হটেলে অফুরাণ অন্ন ভাণ্ডার
না- রাজনীতি সুগম একই ঝাণ্ডার ।


নিরাপদ কানন- নয় চিরহরিৎবন
কাঁটায় ভরা সংসার, শুষ্ক মরুভূমি মতন ,
পরিশ্রমে যোগাড়-যন্ত্রে মেলে শান্তির পরিবেশ
জীবন ক্ষণস্থায়ী, মৃত্যু ঘটতে পারে নিমেষ ।


কালচক্রে অভাবিত ঘটনা প্রবাহ
সুখস্বপ্ন অধরা, ক্ষণিকে হয় তা’ উদাহ ,
সাধ্য-সাধন-সামর্থ্য কালের কাছে না মান্য -
হঠাৎ আগত, এমনও সময়, অভাব্য দৈন্য ।


(১০-০৫-২০২১)