প্রবল বর্ষণে উপড়ে যায় গাছপালা
জলপ্লাবনে ভরে তা’ নদী-নালা ,
খরস্রোতে জঞ্জাল হয় না নির্গত
ভেসে চলে জলে সুবিধা মত ।
আটকা পড়ে কূলে স্রোত মাঝে
দেখি স্পষ্ট নিদর্শন ধারে-কাছে
নদী পাড়ে , পাথরে বা গাছে ,
এমত নীতিধারাও বয় সমাজে ।


আদিতে প্রয়োজনে নীতির বন্যা
সমাজ চলনে চলে, হয়ে অনন্যা ।
কত এখনো তার আদির ছাপ
আচরণে এখনো মেলে অপরিমাপ ।
এ শুধু মাত্র সময়ের সংস্কার-কৃষ্টি ,
যুগ চায় নব ধারায়, পুনঃ নব সৃষ্টি ।


(১১-০৯-২০২১)