এযুগের সর্বহারা দুঃখীজনা
আজীবন বুকে বয়ে যন্ত্রণা ,
অনন্তকাল ক্ষুধিত, শীর্ণকায়
মাত্র বাঁচা অপূর্ণ, সর্ব বাসনায় ।
ডুবে গভীর হতাশা, তিমির ,
ওরা সম্বলে নিঃস্ব, চিরফকির !


মরিয়া ! লড়িবে হয়ে ঐক্যবদ্ধ
আজ সজাগ, হুঙ্কারিতে বাধ্য ।
শন্-শন্ বহে আশার বাতাস
ছাড়িয়া গত চুচ্ছ ,হা-হুতাশ ,
কর্ম সাকারে সোচ্চার, গম্ভীর ;
ঝাড়িয়া দুর্বলতা লড়াকু বীর !


স্লোগানে ভরে, ঝাণ্ডার তলে -
সিংহ গর্জন করে , মুষ্টি তুলে ,
উচ্চে তুলিয়া প্রজ্জ্বলিত মশাল -
জানায় দাবি তার, বাঁচার সম্বল ৷
অধীরে আর নয়, ধৈর্য্য সীমা পার -
এবার নেমেছে, করিতে আরপার !


বলো, সচলতা কবে ? কোন ক্ষণে ,
আসা কেন অসম্ভব, কী কারণে ?
কতবার শাসককে- ভোটে আনে
তারাই, উল্টে শেল কেন হানে !
সঙ্ঘবদ্ধ, মিছিলে হয়ে আপন ,
জনতা আজ সমবেত, সচেতন ।
আর শাসনে নহে স্থান, দুঃশাসন ?
এবার খালি কর পবিত্র সিংহাসন ।


(ইং-৩০-০৫-২০১৭)