খালি ঘর, শুধু- শূন্যতা
চারিদিকে আগাছার হয় বাড় ,
একদিন তার সৌন্দর্য হারায়
এটাই প্রকৃতির নিয়ম সমাচার ।


অলস মস্তিষ্ক ভরা হিজিবিজি
যদিও নেটের যুগ
জ্ঞানও ভাল-মন্দ মানতে রাজি
হলে মুঠোফোনে ওস্তাদ-কাজি ,
মাথায় তা’ ভরে খুব ।


কি করা যায় ভাল উপায় ?
শূন্যতা থেকে দূর ,
খুঁজতে থাকা জ্ঞান-সাগরে
চেতনায় কাজের নব বন্ধুর ।


(২৩-০৯-২০২২)