বিশ্বাসের কাছে চলে না সুরাসুর
চিন্তার ঘূর্ণিঝড়, একরোখা ভঙ্গুর ,
অন্ধবিশ্বাস ,সমস্যা করে না দূর
সে নিজেই দাবানল- ভষ্মাসুর ।


যতোই সত্য বলা, বিজ্ঞানজ্ঞানে
খড়কুটো পোড়ানো, ভষ্মে ঘি
বিশ্বাসের কাছে সব হয় মেকী ,
আসল সে পরাভূত জগৎ মান্যে ।


মনুষ্য মগজে লাগানো তালা
সুখে থেকেও অবগাহন জ্বালা ,
অনেক উপকরণে পাশা চালা
অন্ধবিশ্বাস-ভাবনা, বৃথা খেলা ।


(০৯-১০-২০২১)