গাছে বসে, দশটা পাখি ,
শিকারী বন্দুক চালায় দেখি !
একটা ম’ল ! গাছে ক’টা বাকি ?
বোঝে, ছোট খোকা খুকী !


আমেরিকা সারে ধরম করম ,
ভোগ এবার, জনম-জনম -
জাপানে ফেলায় এটম-বোম ,
প্রশ্ন ওর, জাপান শেষ !খতম ?


কে করেছে সমাজ সংঙ্কীর্ণ !
জাত-পাত, ধর্ম-কর্ম, বর্ণ ?
কার মাথা ব্যথা ,প্রশ্ন হেথা ,
জবাবে অভাব, তার স্থিরতা !


গবীবের জনম অপায়া, অশক্ত,
তারা শত প্রতিশত, সেবায় রত ;
শিশুর দেয়না গোয়ালা দুধ -
উপরওয়ালা বিলায় না ক্ষুদ !


ঢেঁকি ওড়ে, নারদের সঙ্গে ,
স্বর্গে যেয়ে ও ধান ভাঙে !
ঢেঁকি কি চায় না ? শান্তি-স্বস্তি ,
কেন নিয়মে ! এত মাতামাতি ?


(ইং-২৮-০৬-২০১৭)