কেস্ বাঁধলে, উকিল হয় ভগবান ,
রোগ বাঁধলে, চিকিৎসক পান সম স্থান ।
তবে দুঃখ উদয়,  বেজায় ! হেথায় ,
যখন ভুল ভাঙে, সত্য অবধারণায় ।


বাঘ যখন খেলিয়ে খেলিয়ে হরিণ ধরে
হৃদপিণ্ডে তখন কম্পন বাড়ে, বাজ পড়ে !
জানি, মৃগই খোরাক বাঘের খাদ্য-ফসল ,
সেথা, বাঘের থাকে না দয়ামায়া অতল ।


উকিল বা ডাক্তার ,তাঁর উঁচু দরের পেশা ,
ভাল হত । মনটা হলে কোমল কচি শসা !
চাইলে সব কিছু ভাবনা মত হয় না ,
তাঁদের ও আছে নানা সখ , বায়না ।


(ইং-২৯-০১-২০২০)
*-(এখানে শুধু ব্যঙ্গ করা ।
অনেক উকিল, চিকিৎসক আছেন যাঁরা সত্যি হিতকারী ।)