দুই মাতাল তর্ক জোড়ে-
আপসে বলে কথা ,
আমার বাবা, বেজায় ফর্সা -
কমলা লেবু যথা !    
লম্বায় আবার ,হাত- দশ
উঁচু তার মাথা ,
মহামানী আমার সে পিতা -
জ্ঞানে যেন নেতা !


-কি বকিস ছাই ? সবই মিথ্যা -
বেজায় কালো পিতা ,
গেঁড়ে, খাঁটো, মুঠো হাত -
নুয়ে পড়া মাথা !
দাওয়ায় বসে, বকাবকি- সার -
জ্ঞান-ধারা ভোঁতা !
    
-ভাই, কেন করিস অত রোষ ?
সবই বয়স কাল !
সময় হলে আসে সব -দোষ ,
কপাল ! শুধু কপাল !


(ইং-০১-০৩-২০১৮)