ভূত জগৎ ! এক মায়াবী আস্তরণ ,
উদভট যতো, রাজত্বের আচরণ !
তবেই সুনামধন্য ভূত-প্রেত রাজ ,
অসংলগ্ন অরাজক, মিথ্যার সাজ !


কর্ম, শুভর বিপরীতে, সদা লিপ্ত -
ভূত তার, মহিমায়-জগৎ খ্যাত ।
তার সুখ তমটাই, ভরা,-আনন্দে -
নৃত্যে মাতাল ,প্রতি- নিশি সন্ধ্যে !


অধঃ রীতিনীতি , কীর্তি-কলাপ -
ভূত মাতাল স্বভাব, প্রতি সংলাপ ।
দেশে ভূত ভাষায় ! ধরায় নেশা ,
সুদিন, কী করে পুষি, অগ্র আশা ?


কারনামা -কারখানা, ভরা স্বার্থে ,
কুশিক্ষা, দুরাচার ভরা,- মূলার্থে ;
বিদ্বেষ বিভেদ ভাবনা, ধারায় বহা ,
প্রকাশ্যে অট্টহাস্য,শুধু- হাঃ হাঃ !


সম্ভব নয় ! তারা পালটাবে, ধারা -
সর্বদা অজেয় রবে, এ ভূতেরা !
পাবে না কোন মতে এর সুখবর ,
পুনরাবৃত্তি তার প্রতি পাঁচ বছর !


আগেও দৃষ্টি রেখ, উঁচু মগডালে ,
আনন্দে কলা দেখায়, পা-দুলিয়ে !
সহজ-সরল ,গরীব, খাবে খুবলে ,
ভাগকরে টুকরতে, স্বজাতি মিলে !


(ইং-০৮-০৪-২০১৮) -বেঙ্গালুর