জানার খজানা, জগৎ আসর
গৃহকোণে আবদ্ধ, ছাড়ি না ঘর ,
তুলনা করি না সে-পর মঙ্গল
এখনো চাষ মান্ধাতার লাঙল ।


ও-জ্ঞান শিখি না, মানসিক বিকাশ
শুধু ভালোবাসি তারা ভরা আকাশ ।
অলস মস্তিষ্ক, টিমটিমে চিন্তা ,
চাহিদার দৌঁড়- দু’মুঠো পান্তা ।


এড়িয়ে চলি ভিড়ভাড় জাম
অলস জীবন, ঝরাবো না ঘাম ।
শৌখিন বেজায়- হেলে দুলে চলা
দৌঁড় ঝাঁপ বন্দ, ফুটবল খেলা ।


রাজনীতি করি, ঘরের কেচ্ছা
ওঁদের ভুলেছি যাঁরা সচ্ছা ।
একই চিন্তা কুরে কুরে খায়
এই বুঝি প্রলয় -শীঘ্র ঘনায় ।


(ইং-০৩-১০-২০১৯)