ভোটকালে জনতার রুচি নানা-
প্রতিবার পছন্দ অপনা-অপনা ,
কেউ বা রাজনীতি বোঝে কম -
তবু সে সারে ভোটদান ধরম ৷


কেহ মানে নিজের স্বজাত -
বিভোর সেই চিন্তায় জাতপাত !
ভোট হয়, তাই অনেকে যায় ,
কেউ বা হুদোষে ভোট দেয় !
পণ্ডিত-বিজ্ঞ, ভাল বোঝেন -
মাথায় চিন্তা ,সুনেতা খোঁজেন ।


যারা অবহেলিত- অক্ষম, নগণ্য -
দেশের কাজে তারা ও মান্য ৷
স্বভাবে নেতা চালে, প্রলোভন !
বহুতে ভোট দানে, সেই মতন ৷
জিতিলে সংখ্যাগরিষ্ঠ ভোটে -
গড়েন, মহান নেতা, ঠাট-বাটে ৷
ভোলা, সুশ্রী, স্বদেশ মাতার -
তারাই দেশের সুযোগ্য কর্ণধার !


সুচারু শান্তিতে, চলিছে গণতন্ত্র -
নেতারা দীক্ষিত, সেইমত মন্ত্র ৷
সত্তর বছরের প্রাপ্য- মহাফল -
অছাড় ব্যামো, অজীর্ণ- অম্বল !
চারিদিকে ছেয়ে, খল আর খল ,
তবু ভোটার আগাছায় ঢালে জল !


(ইং-২৪-১০-২০১৭)
দ্রষ্টব্য-- সাগর, নদী, পার হতে গেলে, জাহাজ বা নাও এর সাথে, মাঝীর বড়ো ভূমিকা থাকে , আস্থা এ সবের ’পরে । তাই বেঁচে পার হওয়াটা শত প্রতিশত নির্ভর করে । দেশের বেলায় ও তাই, জনতা ও নেতার ’পরে দেশ চলে , দেশের উত্থান-পতন ও তাদের উপর নির্ভর করে । আমার এখানে নেতা ও নেতাসম ভ্রাতা সম্পর্কে কিছু ব্যঙ্গ আকারে বলা, যদি কখনো সমাজের কাজে আসে । ধন্যবাদ ।