তলানি, সেও চায় উপরি লাভ ,
সে মনে ধরে গোপন সুপ্তভাব ।
বাঞ্ছা, রাষ্ট্র-কিরীট, মাথায় ধরি !
সবার ’পর একবার রাজ করি ।


এ গণতন্ত্র , মালদারের মহাযন্ত্র
ধূর্ত দিমাগ ,লাগে একটু মন্ত্র ।
সে মন্ত্র কার্যে চালাকী,- সাক্ষী ,
ঐ তলানির ভগ্যে ঘটে কত কি !
অতি প্রাচুর্যে সে মর্ত্যে- বাস্তবে ,
ক্ষমতার দখল তলানির ভাগে ।


একদা ছিল ঘৃণিত সে তলানি ,
এখন রং-রূপে সে আশমানী !
গুণধর্মে, উজ্জ্বলতায় প্রতিয়মান
সমাজে প্রতিষ্ঠিত, পায় সম্মান ।
অগ্রতে সংসারে, তলানির মান
নামডাকে ভরা জমিন আশমান ।


রেখ যতনে পলি-তলানি ,ধরি
ভুলনা রূপ তার কত আমরি !
কক্ষনো ভ্রমে নয় মানা কাদা ,
তলানি বলশালী, অধুনা দাদা !!


(ইং-২৯-০৩-২০১৮)