তোমার ঘর আমার ঘর
এক হয় না ক্ষেত খামার,
যৌথসংসারের একই হাড়ি
ভিন্ন হয় যে তাড়াতাড়ি !


আমার জাত তোমার জাত
এক বৈঠকে খাবে না ভাত !
তোমার দেশ আমার দেশ
আলাদা আলাদা গণবেশ ।


তোমার সুর আমার সুর
ভিন্ন আবার প্রভাত-দুপুর ,
তোমার মন আমার মন
ঘনায় দ্বন্দ্ব যখন-তখন !


তোমার গতি আমার গতি
ভিন্ন মেরুর ভিন্ন মতি,
তোমার বাতাস আমার বাতাস
পাই না খুঁজে একতা বিশ্বাস !


মানুষ- মানুষে জীবন হানি
সৃষ্টি হয়নি জ্ঞানী- প্রাণী ,
যদিও আছে উর্বর জমি
শিক্ষায় ভরা অনেক কমি !


(ইং-১৯-০৭-২০১৮