বখিলের ধনে আপ্রাণ টান ,
সব ছেড়ে তার ধনমাঝে পরাণ !
কখনো তারই অর্থে গড়ে মঠ মসজিদ ,
ধন্য হয় বখিল জীবন, সমাজ কাজে রিত্ ।


জ্ঞানী, জ্ঞান ছড়ায় না, পোষে ,
জীবন তাঁর দম্ভভরা চলন যেন রোষে ;
সময়ে কাজে আসে না তাঁর গচ্ছিত জ্ঞান-
তবু সমাজের বুকে দেখ বখিলশ্রেয় তাঁর মান ।


কেহ পাগলা, আত্মত্যাগে
পরোপকারে মন সবার অগ্রভাগে ,
রাতদিন করে যেন সঙ্কট সাথে কুস্তি
কত না নিজক্ষতি তবু পায় আত্মসুখ স্বস্তি ।


চোখ আছে তবু দেখি অন্ধ ,
বিচারে আসে না ভালো কিবা মন্দ ;
জিদ্ আছে ষোলআনা বড়প্পন ধনবান -
সে আপ্রাণ প্রচার চালায় নিজ গুণ-গান ।


(০২-০১-২০২১)
বখিল > কৃপণ ।