ধাতব পদার্থ তারা এক না ধর্মে
বিচিত্র স্বভাবের--কাজে কর্মে ,
গঠন চরিত্রে দেখা- রূপ ও বর্ণে -
কেহ বা উজ্জ্বল, গুণমানে স্বর্ণে ।
কত বা সুদৃঢ়, রুক্ষ প্রস্তর ধরণ
হতে পারে তারা ও গুণে রতন ।


মনুষ্য চরিত্রে আচরণে বর্ণভেদ ছাঁচে ,
স্বভাব গুণে বিভেদ, হেরি তার মাঝে ।
ধাতু , একে অপরে ফারাকে মেশে
মনুষ্য গুণ ও তাই , অমিল আপসে ।
বিচিত্র রূপ, শক্ত-কঠোর- কোমলতা ,
সংসার মাঝে কত বিষিয়ে,-তিক্ততা ।


সাধু ধরে রাখে ধরা, মণি-মুক্ত গুণে ,
না আশা-চিন্তা, পাপ-পুণ্য ,তাঁর মনে ।
ত্যাগধর্মে- সারা জীবন কৃচ্ছ্র সাধন ,
প্লাবন ধারা জ্ঞানামৃত সৃষ্টির আকিঞ্চন ।
সে ত্যাগি, নিঃস্বার্থ, দেবতুল্য মানব ,
তাঁর মহত্ত্বের ভাবাবেগ- রূপে অর্ণব ।


(ইং-২৫-০৪-২০২০)