যে দেশে আকাশ নীচে, খোলায়, প্রাতঃকৃত ,
তার চরম শাস্তি জনরোষে ঘটে মৃত্যু !
কার শিক্ষা !  কোথায় আদর্শ-দীক্ষা ?
এত-এত বছর পর ও,-গরীবপ্রাণ হয় না রক্ষা ।
জল খাও ঢেকে, সাবানে ধোও হাত
টিভিতে শিখানো হয় এখনো বাত্ !


যোগে, জয় করেছে আজ বিশ্ব ,
রাত দিন উঠেপড়ে বাড়াতে চায় শিষ্য !
এদিকে দেশে চায় জাপান রেল ,
বুঝি না এ ধারণা , কি সব খেল ।
এমত ঘটনায় ভরা দেশ
নেই পাঠশালা শিক্ষা হয় শেষ ।


(ইং-২৬-০৯-২০১৯)
*-বাত > কথা ।
ম০প্র০,-জিলা শিবপুরী- সিরসৌদ , গ্রাম-ভাবখেড়ী । দু’টো শিশু খোলামাঠে প্রতঃকৃত করাতে গ্রামীনরা সবে তাকে লাঠি পেটা করে পিটিয়ে মারে । এ যুগে এ কি শিক্ষা !!
***-স্রোত- > দৈনিক “হিন্দী পত্রিকা” ভোপাল-(ইং-২৬-০৯-২০১৯) ।