এক বিশ্বাস নিয়ে সিংহাসন আরূঢ় ,
স্বার্থ খাতিরে তার পালা বদল
স্বগর্বে আরো বলে , এ দাদীর আদল ।
ওরা পারে , রাজঘরানা যে তাই !
এদিকে কোটি লোকের অবিশ্বাসীর পাত্র
তার ভ্রূক্ষেপ, চিন্তা, মোটেই নাই ।


ভোপালের বিমান বন্দর থেকে পার্টি দপ্তর
স্বাগতে সারা রাস্তায় ফুল আর ফুল -
এ যে বেইমানের-পাল্লা, একতা নষ্টর ,
সে দল শিক্ষা দেয় অশুদ্ধতায় অতুল ।


প্রদেশে অভাবীর অশেষ কষ্ট জ্বালা -
বেইমানীতে পরেই চলেছে ফুলের মালা !
এদিকে খাজনা বাড়ছে, টাকার মূল্য হ্রাস
অসহ্য দ্রব্য মূল্য বৃদ্ধি ! আর্তর সর্বনাশ ।


জনতার পয়সা উড়িয়ে হাসে ওরা অট্টহাস-
দেশে হয় বাঁচা, অভাব তার ভাল আশ্বাস ।
কি করে করি, দেশভক্তদের আর বিশ্বাস ,
একই তালে বাধ্য বলিতে, শাবাশ !শাবাশ !
  (ইং-১২-০৩-২০২০)
*-গোয়ালিয়রের রাজঘরানার ‘জ্যোতি’ সিন্ধিয়া, কংগ্রেস থেকে ২২ এম,এল, এ, নিয়ে বি-জে-পী-তে গেল ,তাকে নিয়ে ভোপালের রাস্তায় মহোৎসব করে ঐ দলের লোকেরা ।
*-দাদীর আদল > জ্যোতির পিতার মা বিজেপিতে, শুরুতে, > সে বিশ্বাসে দল বদল ।
খবর (ইং-১২-০৩-২০২০) ।