এখনো অনেক কিছু হ’ল না জানা -
মানুষ চষে জমি, আগাছায় ছাপ ;
বাঞ্ছা নয় হার মানা সুদিনের কল্পনা ,
জীবনহানি ক্ষতিরে করে না মাপ ।


জলে ডোবে না, দেয় আপ্রাণ সাঁতার -
পাখির চেয়ে তেজ ওড়ে আজ নভ ’পর ;
সে পিছপা, পরাজিত,- অপছন্দ সমাচার -
নব আবিষ্কার সম্ভাবনায় কর্মে মগ্ন অপার ।


শান্ত পরিবেশে খলল ঢালে কারা ?
এ যেন কঠিন ব্যাপার হল না জানা !
কঠোর পরিশ্রম করে গুপ্তচর তারা ,
লাগামছাড়া দুষ্টরা, ভারী সেয়ানা ।


(ইং-০১-০৯-২০১৯)
*-ছাপ > ছাপাইতে, পরিষ্কারে ।