বাঘ সিংহ হায়না শৃগাল,-তারা ভয়াল
বাগে পেলে এককরে রক্ত-মাংস-খাল ,
যন্ত্রণাময় জীবদ্দশা, অবশ্যম্ভাবী হানি
তীক্ষ্ণ দন্তে ছিঁড়ে খায়, সে হিংস্রপ্রাণী !


মানব সমাজে রন্ধ্রে-রন্ধ্রে ছুপে কত
ভরে দু’পেয়ে, অতি জঘন্য ! সেমত ।
জন্তু থেকে কৌশলে মেলে পরিত্রাণ
এ সভ্য দানব হতে বাঁচে নাকো পরাণ ।


বাড়িছে ব্যাপক হারে- এ জনসংখ্যা
সুখের লাগি মধুব ভাব, মনোকাঙ্ক্ষা ।
বন গেছে কমে, ভয়ের কারণ কম
সহস্ররূপে শত ধারায় বৃদ্ধিতে যম !


(ইং-২০-১১-২০১৯)