অনেক জটিল তত্ত্বেভরা জীবন
হাজার চেষ্টায়ও হয় না অনুধাবন ,
যদি কেহ ফাঁস খোলে প্রকাশ্যে দিবালোকে
তাঁকে তৎক্ষণাৎ নানান বিপদে ধরে ছেঁকে !
ধর্মপাণ্ডার আছে , দুর্মদ বাহিনী
সে দুর্মুখজনে পৌঁছায় মহাহানি ,
মানব জীবনের ক্ষতি, সত্য বলতে গেলে ,
তারা তেলেবেগুনে জ্বলে
হাড় মাংস খায় গিলে ।


হাজার বছরের সংস্কার দোষ
তা’ নিয়ে মনে জাগে না রোষ ,
অগত্যা অন্ধ হয়ে অন্ধকারে কাল যাপন
অভ্যাসের দাস ,অজ্ঞানে বাঁধা, চিত্ত-মন ।


(দুর্মদ > দুর্ধর্ষ, উন্মত্ত ।)
(২০-০৩-২০২৩)
“বেশিভাগ মানুষকে ধোঁকা দেবার এক মোক্ষম অস্ত্রের যতেচ্ছ ব্যবহার। যদিও মানব সভ্যতার ঊষাকাল থেকেই এর প্রয়োগ হয়ে আসছে তবে এখন এই সময় কালে আরো বৃদ্ধি পেয়েছে। অথচ এই ধ্বজা কোনদিনই প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি।”
গত>  ((১৯-০৩-২০২৩)- এর মন্তব্য পেয়ে শ্রদ্ধেয় কবি ‘বিভূতি দাস’ এর মন্তব্যে মুগ্ধ হয়ে আমার এ কাব্য লেখা , তাঁর সম্মানে সমর্পিত কাব্য ।