কত ভূঁইফোঁড়, বন্য উদ্ভিদ
মাটি আঁকড়ে বাঁচায়, উদগ্রীব !
নীরব অসহায়, কামনা শূন্য -
সচরাচর তারে মানা- নগণ্য !


সব জীব দ্বারা অত্যাচারিত ,
মানুষ করে অপরিমাণ ক্ষত !
কঠোর নিদারুণ যাতনা সহে -
বাঁচা, প্রতিদানে, দয়াবান হয়ে !


সুখে, অন্যে, কত দানে জ্ঞান ,
“করিও অহরহ নির্ভুল আচরণ ।
এত-অপরিমেয় করিও সেবা -
ক্ষুধা-তৃষ্ণা, কক্ষোনো নাভাবা !”


কতোরে দেখি সে সখা-বন্ধু
সুসময়ে যেন করুণা- সিন্ধু !
উপদেশের হাঁড়ি নিয়ে চলে ,
তার বাস নির্বিঘ্নে, মগডালে !


জঙ্গলে কখনো ঘটিলে দাবানল -
তারা ঢালে না আগুনে জল ,
উল্টো ধ্যান, ছেড়ে পালাই -
প্রতিরক্ষা কাজে নেই,-বালাই !


(ইং-২৪-০৪-২০১৮)-ব্যাঙ্গালোর