না খরচাপাতি, শ্রমক্ষতি, ঘর্মঝরা ,
উপদেশদানে আত্মহারা
উশখুশ মন, বাচাল ধরণ
দানেচ্ছা উপদেশ-সাধু মতন ।


কাজে না লোকসান ছাড়ি ,
আচারণে বাড়াবাড়ি
ত্যাগের না কোন বালাই
উপদেশে চাই পুণ্যি কামাই ।


সময়-অসময় উপদেশ
যশস্বী হতে চায় অশেষ ,
এ ধারায় বহুতর গোঁ-ধরা
সাধু-জ্ঞানী-গুণী-বেচারা ।


(১০-০৬-২০২১)