কর্ষণে ঝোপঝাড় করিয়া উজাড়
কৃষক ভূমিরে করে অতি উর্বর ,
পরিশ্রম জড়িত তার যে সংসার-
এ যেন ভাগ্যে এক অমোঘ উপহার !


হাড়ভাঙা খাটুনী তার যে কার্য
সাথে কষ্ট স্বীকার, তায় অপরিহার্য ৷
কতনা ঝঞ্ঝাঝড় নিয়ে মাথায় -
চাষীর জীবনটা শুধু বয়ে চলে যায় ৷


ফলিলে সোনার ফসল ভূমিতে মেলা ,
জোটে আসি ভাগীদার, কাড়ার পালা !
কতো দয়াবান, দরদী যে আসে-
বসে জড়ো হয়, ঘিরে চারিপাশে ৷
ঠাকুর, শেঠ, তারা বড়ো পুঁটলী বাঁধে ,
দু’হাতে তুলে নেয় নিজনিজ কাঁধে ৷


রাঁধুনী রাঁধে যেন হাড়ি ভরে ভাত-
খাবার সময় মেলা পড়ে সেথা পাত !
অগ্রে নিতে চায়, তার সিংহভাগ ,
রাঁধুনী হয় না তবু দৃশ্যে অবাক !


কর্মী সমস্ত কার্য, সুচারু সারে -
লুটেরা সময়ে শুধু দাপট ঝাড়ে ৷
ঘোলানো জল, খলের যে চল-
পরগাছা, ছলিয়া সে, অতিস্বচ্ছল !


(ইং-০৫-০৯-২০১৭)