দেশে শতকরা আশি, সাধারণ জন
বড়ো কষ্টকর তাদের বাঁচার ধরণ ,
তারা ভাবে না ভোট যে হয় তামাশা ?
নেতার ডাকে পায় মস্তবড়ো ভরসা ।
বেশির ভাগ মানুষ তাই অতি বিশ্বাসী ,
যেমনটি নেতা বলে , গলে হয় খুশী ।


কী আশ্চর্য !সংসদে, ডানে বামে সম্মুখে ,
এমন কি পিছনে বসা সব সারি সারি -
সবার বর্গ চরিত্রের আওয়াজ ভরা মুখে ।
গরীবের কথা বিশেষ বলে না- কেহ সেথা
যদিও বা কেহ বলে, কদাচিৎ তড়িঘড়ি-
বেশী , বিশের সংখায় সব প্রচেষ্টা বৃথা ।
নামে, নিয়মে ,প্রহসন এমত গণতন্ত্র -
গোপনে একটা দিক গরীব শোষণ যন্ত্র ।


(১৩-১০-২০২০)
কবি শ্রী বিভূতি দাস, কাব্য “মান” (১৩-১০-২০২০) ।
তাঁর কাব্যে মন্তব্য করতে যেয়ে- অনুপ্রেরণা পাই , তাই আজ প্রিয়কবির সম্মানে কাব্যটি তাঁর নামে আসরে রাখা ।