নক্কাশির চটক, আছাড়ি-বাঁটে !
তবু দা-র দেখি না কাম ;
উঠলে সে দা, ওস্তাদের হাতে
দেখ কাজের দাম !


ফুঁয়ের জোরে বাজে- বাঁশী
অন্যথা ফাঁপা বাঁশ ;
পদবীর খ্যাতি, দণ্ড-যষ্ঠী ,
বাঁশী হয় যে হতাশ !


ঢেঁকি, এক কাঠের টুকরো -
কাজের দিন-রাত ।
কর্ম করে না কোন কালে
না মারিলে লাথ !


জ্ঞানে সুদক্ষ,-জানা কাজে ,
তারাই চালাক যন্ত্র ;
সব মেসিনের চলার পিছে
শ্রমিক শ্রম অনন্ত ।


সমস্ত যন্ত্র সচলতার কারণ -
দক্ষতার মহা গুণ ;
চাইলে এখন মশিনি করণ ,
চালক চাই নিপুন !


(ইং-১৮-১০-২০১৮)