যিনি অজর অমর অবিনশ্বর, জীবের শ্রেষ্ঠ ,
কেন সাধারণ জীবাচরণে হবেন তিনি পিষ্ট ?


যার রূপ নাই ,তাকে চিত্রায়িত করা অপরূপ ,
যেখানে শুধুই অন্ধকার, সেথায় খোঁজা ধুপ !


তিনগুণ ,সত্ত্ব রজঃ তমঃ- যিনি তার ঊঁর্ধ্বে
তাঁকে নিয়ে কেন আড়ম্বর ঘনঘোর যুদ্ধে ?


মান অপমান নিয়ে যিনি স্বয়ং নিজ নিয়ন্ত্রক ,
তাঁকে নিয়ে সংসারে কেন বৃথা গলোযোগ !


কোন জীবরে কেহ দানিতে পারে না প্রাণ ,
ক্ষতির তরে কেন রণে, প্রাণ হরণে ধ্যান ?


জীবে ,দোষগুণ উভয়- কমবেশি বিদ্যমান
যিনি স্থিতিপ্রজ্ঞ, তিনি অবশ্য জগৎ মহান ।


যিনি সুস্থ্য তবু নানা ‘প্যাথী’ উপযোগ খুব !
মনে হয় একমাত্র মহৌষধ সেথা ঝাড়ফুঁক ।

(৩১-১০-২০২০)
ধুপ > রৌদ্র ।