উত্তাল সময় শুরুতে বিংশতি ,
রাশিয়ার যম !জারের বসতি -
বিজ্ঞ লেনিন জানিয়া স্থিতি-
মুক্তির উপায়ে লাগিয়ে মতি
জ্বলিয়া উঠিলেন জ্বালামুখী ভাতি !
নিপীড়িত যে সকলে অতি-
অত্যাচারী করে ভীষণ ক্ষতি
রক্ষা করিতে সর্বহারা জাতি
সাথে মুক্তিকামী উঠিল মাতি ৷


রাশিয়ার বুকে রক্তলেলিহান-
বহু প্রতীক্ষিত সেই যে মহান-
উদয় তার মুক্তিদাতা সমান ,
দুর্দম্য ক্রান্তিতে সদা যে লীন-
আগমন সেই মহানায়ক লেনিন !
অত্যাচার করিতে বিলীন-
নির্মূল করিতে দুঃখীর দুর্দিন -
বিধ্বংস চায় জারের কুটিল দিন ৷


জার মূলোচ্ছেদ করিতে সত্বর
বিপ্লবী সেথায় মহা দরকার ;
দৃঢ় সংগঠন গড়ে যারপর
দেশবাসী সঙ্গ আস্থা বরাবর ,
করিতে এক মহা আরপার
লেনিন জানায় আহ্বান তাহার
ইলিচ উঠায় দায়িত্ব অপার ,
ভ্লাদিমিরের ভাষায় অমানা হার !


রাশিয়ায় গড়ে দল বলশেভিক-
মুক্তির মন্ত্রে ভরে চতুর্দিক ,
হে, ক্রান্তিবীর হও না দিকবিদিক ,
সাম্যবাদের বাণী মানিয়া সঠিক ;
মার্ক্স দীক্ষায় তুমি যে নির্ভীক ।


কী ঐ নব ভৌতিক দ্বন্দ্ববাদ-
করিয়া সযতনে হৃদয়ে আত্মসাৎ ?
অতি নব বিশ্বে প্রথম যার আগমন ,
কী তত্ত্ব গূঢ় রহস্য ধরো প্রাণপণ !
সম্পূর্ণ বিজ্ঞান হয়নি আগমন-
তবু হৃদয়ে ধরো করিয়া যতন ।
মনে এত প্রচণ্ড  দৃঢ়  বিশ্বাস ?
সঠিক পাইয়া নীতির আশ্বাস-
দিলে ঝাঁপ অসীম কষ্ট পারাবারে ,
উদ্ধারিতে সর্ব পতিত সর্বহারারে !
বিনাশে শাসন মানিবে না ভিখ;
তুমি লেনিন তাদের দিয়েছো শিখ-
সাদ্ধমত শিক্ষাদানো ততোধিক ৷


লেনিনের অস্ত্র দেশের প্লোতারিয়েত -
তাদের সব করিয়া জমায়েৎ ,
অভেদ্য দুর্গ করিলেন ভেদ-
সাম্য বাদে ধরিয়া জেদ ;
রাজ তন্ত্র করিয়া উচ্ছেদ-
লেনিন মিটালেন দুঃখ খেদ ৷
দেশবাসীকে করিয়া আপন-
ক্রান্তি সফলে করিয়া যতন-
গড়িয়া তুলিল মনের মতন-
মহাত্যেজে লড়ে প্রাণপণ-
কত অমূল্য জীবন রতন,
নিস্বার্থে করে মৃত্যুকে বরণ !
ক্রান্তির পথ ছিল না সুগম-
জার অত্যাচার ছিল নির্মম-
পথ যে ছিল মহা দুর্গম-
লেনিন ছিলেন অতি দুর্দম ;
ভ্লাদিমির হন ক্রান্তিতে সক্ষম
পথ মেলে তাঁর সঠিক মোক্ষম ৷
লেনিনের কণ্ঠহার ভৌতিক দ্বন্দ্ববাদ
নব নীতিকে জানিলেন নিখাদ ,
সাম্যবাদের নেই কোন অপবাদ ;
বিশ্বজন জানায় তাঁকে সাধুবাদ ,
সাম্যবাদ হয় সর্বহারা জিন্দাবাদ ৷


রাশিয়ার বুকে ভরা তব ইতিহাস
তোমার শৌর্য গাঁথা গাহিছে বাতাস ;
মনে রেখেছে নিহারীকা ভরা আকাশ
দীপ্ত সূর্য সম তব প্রকাশ !
বিশ্বে চারের তিন ভাগেরা
নব নীতি একদা মানে তারা  
এনীতি তুমিই ভরো বিশ্ব মাঝে
তাই তো স্বাধীন চিত্তে সমাজে ,  
আজ উল্লাসে ধরায় কতযে বিরাজে ।


জার অত্যাচার নির্মূলের মূলে-
কত যে চড়েছে সহর্ষে শূলে-
কঠিন বাঁধা করিতে অতিক্রম-
তুমিও হওনি দণ্ডের ব্যতিক্রম
হীমে রক্তজমা সাইবেরিয়ায়
কাল কূটিরে কাটাতে হয় !


একদা লেনিন পড়েন ধরা-
দারোগা লাগায় কঠোর ধারা-
লেনিনকে তাহারা করে জেরা-
তুই ? বলহীন সামান্য ছোড়া !
কেমনে ভাঙবি জারের বেড়া ?
প্রতাপী লেনিন নির্ভয়ে বলে,
প্রচীর ? জরা-জীর্ণ,প্রাচীন, একালে,
উপরে ঘুণে ধরা, সমূলে -
সুযোগের অপেক্ষায় আমরা -
শুধু একমুক্কা ! সব হবে সারা !


কখনো এহেন বৈপ্লবিক কাজে ,
জীবন কাটে চাষীর ছদ্মসাজে ৷
নির্জন নদী তীরে ফসল কাটে-
খাবার তথায় জোটে না মোটে ,
নদীজল জমা ছিল প্রচন্ড শীতে
কাঁচা মাছ তাঁকে হয় খেতে ;
উৎসাহে ছিলেন লেখায় মেতে
সর্বহারার মঙ্গল হয় যাহাতে !


এ হেন লেনিন নব যুগের স্বামী
আপামর দুঃখীর মুক্তি কামী ,
ভরে শস্যশ্যামলায় রাশিয়ার জমি-
লব্ধ বস্তুর থাকে না কমী ;
শিল্প জগতে তারা হয় ধনী
জগৎ সংসারে তারা হয় মানী ৷
ধনী দরিদ্র করিয়া সমান-
নাশো দাসতা আর অপমান-
ভেঙে শৃঙ্খল ভরেছ স্বাভিমান ;
দানিয়াছ বাঁচিবারে মুক্ত প্রাণ-
ধ্রুব তারা সম ভাতিছ আশমান,
হে লেনিন !তুমিই শ্রেষ্ঠ, মহান!!...


(ইং-20-11-2015-শুক্রবার)


ভ্লাদিমির ইলিচ্ লেনিনের
মহাপ্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি
নিবেদন । (মৃত্যু দিবস ইং- ২১-০১-১৯২৪)