আমার মহল্লার হাঁদা ভোলারাম
খবুরে কাগজে, পাতায় ভরা নাম ,
হয়েছে হঠাৎ তার ভাগ্যোদয় -
এবার ভোটে পেয়েছে সে জয় !


পেশা ছিল তার, বেচা তেল-
মাধ্যমিক সে তিনবার ফেল-
দল, পাঁচবার বদলে- শেষে ,
সে এখন আস্ত নেতার বেশে !


এখন পরিধান তার, সুট-বুট ,
তারে জনতা করে সেলুট !
শীঘ্র গাড়ী, বাড়ি, পুকুর-
উঠোন, খামার, জমি, কুকুর-
সবই ফলিবে কপাল জোরে ,
লোকে উপহার দেবে আদরে !


তার হাতে শোভিছে রাজদণ্ড ,
বিভেদ নীতি তার কর্মকান্ড ;
সদা আকাঙ্ক্ষা, ত্যাল-তেলে -
অভিজ্ঞতা মিলাবটে, কপাল খোলে !


লুটের রাস্তা, শিখেছে মেলা-
আখের গোছাতে, করিবেনা হেলা ৷
নয় ডাকা তারে , আর ‘ভোলারাম’,
এখন প্রোমশনে তার অনেক নাম,
ভোলা> তেলা> খেলা> বল-রাম !
শুনিলে, জানিও, ভয়ংকর পরিণাম !!


(ইং-২৬-১০-২০১৭)