ভোট এক গোপন বারতা, অভিমত ,
যদিও গোপন থাকে না -সব হয় ফাঁস !
সুষ্ঠু ন্যায় নীতিগত বিভাজন, নয় মত ।
বিভাজন হয় চাপে বিপথে ,ক্ষমতার জোরে ,
মানবতা ,আদর্শ ,কিছুটা জলাঞ্জলি দিয়ে
ভোটে, দুর্নীতির মহাভোজ চলে রাজ্য জুড়ে ।


যারা এ ঘৃণিত পথ দেখায়, তারা যদি হয় সুশাসক ?
জঘন্যতম ভোটকৃষ্টি,- তার মান আগেও বলবৎ
মান্যতা শিক্ষানীতি, অবমূল্যের পক্ষধর সে শোষক !


জনতা নয় অবুঝ , উপায় নেই তার
নীরবে চোখের জল ফেলায় লাগাতার ,
অবেলায়, সু-অবসর, সুস্বপ্ন সব হয় ছারখার ।


বড়োরা চিরদিন থাকে সুখে, দুধভাত মধু-ক্ষীরে
গরীব হয় আরো গরীব, নিঃস্ব, ভিটে ছেড়ে ,
গড়ে গগনচুম্বী অট্টালিকা, অভাগার কুড়ে-ফুঁড়ে ।


(১৮-১০-২০২০)
কবি , শ্রী নরেশ বৈদ্য > কাব্য, “এ কেমন নেশা ?” --(১৮-১০-২০২০) ।
তাঁর কাব্যে মন্তব্য করতে যেয়ে- অনুপ্রেরণা পাই , তাই আজ প্রিয়কবির সম্মানে কাব্যটি তাঁর নামে আসরে রাখা ।