আষাঢ়ের আকাশ দেখে ভেকেরা উৎসুক
এবার মেঘাড়ম্বরে কোরাসে ভুলিবে দুঃখ ,
এক নাগাড়ে ভেক ডাকা এমনি তো কাজ
হাতে সময় প্রচুর অফুরাণ সকাল ও সাঁঝ ।


সামনে ভোটের মরশুম আঁটঘাট বাঁধে নেতা
জনতারে ভুলাতে নাচে, সারে আদিখ্যেতা ,
ভোলা জনতা ভাবে, ভোটে জয় হবে অতুল
হায়! ভোট অন্তে নিরাশা, চোখে সর্ষেফুল !


তবু রূপবাহারী সে কাল ,ভালোবাসে গরীব
পুঁজিতন্ত্রে নকল কুস্তি, প্রার্থী কত না শরীফ ।
যদি না দ্রোহভাবে না জাগে শ্রমজীবি চরিত্র ,
মুনাফালোভীর সুখের সংসার দৃশ্যটা সর্বত্র ।


(১১-১২-২০২০)