দুধ ,মন্থনে মাখন পাই -
সে মাখনের তুলনা নাই !
জনপঞ্চায়েতে সুযোগ্য চাই ,
সে সুষ্ঠু রাজনীতি প্রদানে তাই ।


একই ঘরের নানা রঙের ,
ব্যানার হাতে, নানা ধর্মের !
জেতায় কত যে খেলে মাঠে -
যদিও বহু গরীব ! নয় ঠাটবাটে ।
আছে কেহ, দিনমজুর মুটে -
তারাও ভাগীদারিতে নাম জোটে ।


এই তো মহানতা ! জনতন্ত্র প্রথা ?
সবে সুযোগ নেয়, ভোটে হেথা ।
তার ‘মত’ প্রকাশ, প্রকাশ্যে ,
এ চমৎকার ! অধুনা বিশ্বে ,
এ বড়ো উপলব্ধি, এ যুগে -
শিখেছে মানব ভুগে -ভুগে ;
কত রক্ত ঝরায় এ ব্যবস্থায় ,
তবে যেয়ে- অধিকার পায় !


স্বজ্ঞানে দেখা উচিত নীতি
যে দেয় সবার, ভিটে, স্থিতি ,
যে নীতি দেবে ,বাঁচার অন্ন জল -
যে দেয় সম্বৃদ্ধি, শান্তি, সুফল ।
ত্যাগ, ভাইচারা, নিঃস্বার্থ ভাবনা ,
এ নীতি হুজুকে আসে না !


বিজ্ঞেরা জানায়, পেতে সুফল ,
হামেশা- দূর রাখ দালাল, খল !


(ইং-১৪-০৫-২০১৮)-ব্যাঙ্গালোর
*-একই ঘরের ব্যক্তিরা নানা দলে বিভক্ত হয়ে ভোটে প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন, এটা সারা ভারতে এত ব্যাপক হারে আর কোথাও দেখা যায় না তাই বলা, কাব্যে ।
*-পশ্চিম বঙ্গের পঞ্চায়েত ভোটে সকল সুধী জনে শুভকামনা ।