ভোট সন্ধ্যায় বসেছে হাট
নানা দ্রব্যাদি, জমজমাট ,
সস্তা , মুফতে কত মেলে -
এ দৃশ্য দেখাযায় ভোটকালে ।


কেহ বেচে মুরগী, হাঁস,
কেহ বেচে মনভরা আশ্বাস ।
পাঁঠা-খাসি, রুই-কাতলা ,
বিনা দামে ও মেলে মেলা ।
তেল-মশলা, ঘি চাই ,
মুদির দোকানে কী নাই ?
চা- নাস্তা, পান- সিগারেট
সস্তায় নাও,মাথা নয় হেট ।
থালা গেলাস বর্তন, হাঁড়ি ,
রংবাহারের প্রচুর শাড়ি ।


তবে একটা বিশেষ কথা-
আছে ছোট্ট- বাধ্যবাধকতা ,
ভোটের বেলায় কথা যতো-
ভোটটি দিও জায়গা মত ।


(ইং-২৭-০৩-২০১৯)
*-ভোটের বাহারী রূপ ব্যঙ্গে বলা ।
*-আগামী ২০১৯-এর লোকসভার ভোট, সুষ্ঠু সুব্যবস্থিত হোক এই কামনা করি ।