দেশ গঠনে ,সরকারী ডাক
চারিদিকে, বহু আগের থেকে বাজছে ঢাক ।
বাংলার বাঙালি আজ পরিণত যেন মশামাছি
একে তো মহাসঙ্কট ‘করোনা’ কাল
কতোর ঘোর অভাব তেল-নুন-চাল ,
তবু অন্তরে গভীর চেতনা, ভালভাবে তো বাঁচি ।


নিহত্যা জনতা করেনি বিপ্লব-ক্রান্তি
চার জনের শেষ হল- জীবন জ্যোতি ,
পক্ষ-বিপক্ষ সে লাশের উপর লাভ খোঁজে
একে অপরে দোষারোপ, কুতর্কের ভাঁজে-ভাঁজে ।


ওরাও দেশভক্ত খেটে খাওয়া মানুষ
বেঁচে ছিল অনেক কিছু, জীবনের রেশ ।
এত দূর নেমেছে দেশের সংস্কার ,
শক্তিমানের নৈতিকতা-- ইচ্ছার !


(১১-০৪-২০২১)
বাংলার কুচবিহারে , (শীতলকুচি)-সুরক্ষাবলের গুলিতে ভোটের লাইনে, চার জন প্রাণ হারায় ,এই দুখদ সময়ে তাঁদের আত্মার প্রতি আর পরিবারের প্রতি সমবেদনা জানাই । (১০-০৪-২০২১) ।