সে ছোট্টশিশু, বোঝে বা কী ?
তাকে ভীত- সন্ত্রস্ত সদা দেখি !
পদে-পদে ঘটে বাধা অনুশাসন
আহত গঞ্জনায় , মূর্ঝায় সে মন ।
স্বাধীনে বাঁচার , ছটফটানি চেষ্টা
কাল গত, সহ্য করে কত তেষ্টা ,
সত্যটা ঠিক বোঝে, খুদাটি তার
শিশু, ক্ষুধায় কান্না ধরে অপার ।


লেখায় যার কাব্য প্রথম হয় শুরু
ধরার সুযোগ পায়নি সে শিক্ষাগুরু ,
মনোভাব লেখে পাতায় পাতায়  -
না মোটে- সে কাব্য, ছন্দ ধারায় !
শিশুর জীবন সম সরলে নবকবি
ভাবের ধারা-মান, বাস্তবতায় সবি ,
শিশু যদি সুযোগ পায় সে বাঁচার
কবি ও পাক ভাব প্রকাশ অধিকার ।
লিখুক না কিছু,- না হবে তা’ ছন্দ ,
করেনি সে কারো, বৃথা গালমন্দ ।


(ইং-১২-০৩-২০২০)