পরণে টুপি,বর্দী ,পিঠে বাঁধা সঙ্গিন
কারো লাঠি, বাঁশী, পাহারায় রাতদিন ,
রাজ-অট্টালিকা, বারুদের কারখানা
অতি দূর্গম, জল-স্থল-মরু সে সীমানা ,
প্রহরী, পাহারায় রত, জেলবন্দি কয়েদী
কর্তব্য পরায়ণ সবঋতু, গ্রীষ্ম-বর্ষা-সর্দী ;
পাহারা কাজ মানে না দুঃখ-কষ্ট ব্যাধি  
বারোমাস সচল রয়, সেবারত অবধি ।


রাস্তা-ঘাট, দোকান-পাট ,টাঁকশাল
বন্দর- জাহাজঘাঁটী, জাহাজের মাল ,
গৃহ ছাড়া, দূরে-দূরে কর্তব্য যে তার
লিপ্ত রক্ষাকাজে, কৈ সময় আপনার ?
সেবাকাজ ছাড়া কিছু ভাবে না আর
দেশের সমস্ত সম্পদ ন্যাস্ত যে দেখার
নিরলস কর্ম করে,কর্মঠ পাহারাদার  
কর্মই মহাগ্রন্থ মান্য জীবন সমাচার ।


উদ্যোগ, নিজগৃহ, পাহারায় চৌকিদার
সে বারোমাস খাটে পূরণে চাহিদার ,
মাসের শেষে হাতে পায় কষ্টের ধন
ক্ষণিক সংসার সুখে, উদ্ভাসিত মন ,
হিসাব কষে ,কাকে কত দেবে হাতে
কিঞ্চিত মাত্র রেখে সে খুশীতে মাতে ।
নুন আনতে পান্তা শেষ- আগে মাতম
আবার সেই রাতজাগা স্বপ্ন হয় খতম !


মানুষ বাঁচে ভালোবেসে অমূল্য প্রাণ
তবু দুর্ভাগা যাঁতাকলে মেলে না ত্রাণ ।
হাতে লাঠি মুখে বাঁশি ,ঘুমন্ত জনপুরী
কঠোর কর্তব্যে বাঁধা না বিচলিত ভারী !


ঘনঘোর আষাঢ়ে, ঝরে ঝরঝর জল
সাথে ছাতা বা গায়ে রেনকোট সম্বল ,
কর্তব্যে পাহারাদার- যার দুঃখ অতল
শীতে কিছু গরম কাপড়-ত্রাণে কম্বল ।
সহ্যে কষ্ট তবু পার, নির্ঘুম ব্যস্ত রজনী
বহে জীবন- যৌবনধারা, কর্ম চিরন্তনি ।


অনাড়ম্বর বিশ্বাসী পাত্র- সহজ জীবন-
সদা পবিত্র রাখে মালিকে কুর্নিসে মন ;
শেখা তার মহাজ্ঞান -শ্রেষ্ঠ জাগতিক ,
ক্ষুধার অন্নদাতা প্রভু, পার্থিব মালিক ।


(৩০-০৩-২০২১)
খতম > শেষ ।