লাভ নিয়েই ব্যবসা ফলে
তবে লোকসানে কারা ?
কেউ খায় ভরা থালা
সুখ অঢেল, উপচে পড়া ,
দুঃস্থের কষ্ট- ক্ষুধার জ্বালা
ওদিকে, ক্ষুধার্থরা ঘরদুয়ার ছন্নছাড়া ।


শিক্ষাদীক্ষায় এসেছে উন্নতির জোয়ার
শ্রেণীবৈষম্যে শীর্ষ স্থানে, আয় অমাপা ,
তার মাঝে কত অন্নহীনে সংসার
তারও জীবন প্রভুনাম সঁপা ।


সংবাদ মাধ্যম, নেয় না -খবর
মরছে কেন অভাগা উলুখড় ?
এ ধারা বেশী দিন চলে না এমনি হালে
থমথমে সাগর ! ঢেউ উঠল বলে ।


(১৭-০৬-২০২১)
ফলে > বাডে, ফাঁপে ।