শ্বাপদ, জন্তু-জানোয়ার নিধনে চাই অস্ত্র ,
           ইঁট-পাটকেল- লাঠি
          কোদাল-শাবল-গাঁইতি
ছুড়ে মারা যায় ইচ্ছে মত দূরে যত্রতত্র ,
জগতে এখনো এর প্রয়োগ দেখি সর্বত্র ।


শিং-নখ-দাঁতে, অনেকে শক্তি ধরে অগাধ ,
         দ্বন্দ্বে অপরকে করে আঘাত
        এ অস্ত্র পারে অনেকরে উৎখাৎ
কিল-চড়-লাথি-ঘুঁষিও কাজে মহৌষধ !
হনুর লেজে লংঙ্কা দগ্ধ, সুন্দর বাজিমাত্ ,


মানুষ মারার কলাকৌশল এটমবোম্ ,
        সুবিজ্ঞ তবু চিন্তায় সারা
        ধরা ধ্বংসতে, ইচ্ছে-ভরা
এখন মন্দর চেয়ে ভালোর ভাগটা কম ,
লালায়িত ঘৃণ্যকাজে, অস্ত্রযোগাড়ে যম ।


            (২১-১১-২০২০)