সাজিয়ে আস্থাঘরগুলি পর-পর
এক-এক করে গোন, তারপর -
ছাড়িয়ে যাবে, সব শিক্ষায়তন ,
কোনটা মানিবে আসল রতন ?


উপোষ আরাধনায় নিয়মে মেতে
রোগ-শোক-তাপে রক্ষাপেতে -
ভূত নাচ নেচে, শুভ যেচে
আগে দীর্ঘদিন থাকব বেঁচে ।


শনি, শীতলা,ষষ্ঠী, মনসাদেবী
গড় করি চরণে ,আদরে সবি ,
বলশালী তাঁরা অতীত কল্পনার
সময় আসেনি সত্য জানার ।


'করোনা' হতে- পেতে রক্ষার
সব রকম চেষ্টা চলে সবার ,
মুক দর্শক আজ অধুনা বিজ্ঞান-
কাজে আসে না তার সে জ্ঞান ।


(ইং-৩০-০৩-২০২০)