তেজ বহ্নি আর ঠাণ্ডা জল ,
বিপরীত ধর্ম, আলাদা চল ।
হারজিৎ কত না উভয় সনে ,
হয়নি নিষ্পত্তি সঠিক ভুবনে !


হয় না সহ্য একে অন্যের -
চিরবৈরী উভয়ে, মান্যের !
ভিন্ন জাতের সাপ ও বেজি
দ্বন্দ্ব-সংঘাতে, ভরে আজি ।


বাঘ ছাগল নয়- একঘাটে !
সাথে চরে না এক মাঠে ।
বীর ভোগ্য বসুন্ধরা -
ছোটরা যাবে মাঠেমারা ,
এতো, সাম্যের রীত্ - না !
ধর্মের কথা- নেই জানা ।


অন্যায় ! সে চায় জয় ,
বাস্তবে দেখি এমত হয় !
ন্যায়ী সে, হেয়- হতাশ -
খল !তার উজ্জ্বল প্রকাশ ,
চন্দন বন নেড়া ,পাতাঝরা -
বাবলা তারা, সবুজে ভরা !


(ইং-০৮-০৭-২০১৮)