মেনে স্বার্থের মূল, কত যে সচ্ছল
সচরাচর বাঁচে নির্ভয় ,
পুঁজির মান, জ্ঞান, ছলনা সম্বল -
খলে ভরা সংসার ময় ।


সৎ নাজেহাল- শ্রম করে-করে ,
নাভিশ্বাস ওঠে বাঁচায় -
সারাটা কাল নিয়ম ধারা-ধরে ,
জীবন বহে যন্ত্রণায় !


ঠগবাজ ছল বিরাজে সানন্দে
ভাঙে ’পর মাথায় কাঁঠাল ,
প্রাধান্য ক্ষতির, আচরণ মন্দে -
তারা তবিয়ে-সুখে বহাল ।


কোন নীতিটা উত্তম মঙ্গল -
মেলেনি পথের হদিশ ,
সতেরা ভাল না , সুদর্শন খল ?
ঠিক- কারা যে খুশনসীব !


(ইং-১৪-০৯-২০১৮)