একমাসের কি-বা খরচা- একার সংসার ,
করোনার বরাদ্দ অর্থে, পথ মেলে বাঁচার ।
সংসারে এভাবে খরচাপাতি অনেক কম -
মানুষ চায় সুখ আর চায় ভাইচারা ধরম ।


কেন এ উত্ত্যক্ত-ঘৃণ্য অনাসৃষ্টি-বিদ্যাবুদ্ধি ,
বিশ্ব ভরা সুসভ্য , অন্তকরণে অভাব শুদ্ধি ।
অন্তরীক্ষে, জলে-স্থলে ,পর্বতে অজস্র
চারিদিক ভরা আজি ভয়ংকর মারণাস্ত্র ,
কাজের না হ’লে কেন, কার হিতে সৃষ্টি ?
বিজ্ঞের উত্তর, এসব ঠেকাতে অশুভ দৃষ্টি ।


প্রতিযোগীরা জাল পাতে, এমাথা ওমাথা -
হীনমন্যের বলা, এটাই নাকি শান্তির প্রথা !
ফল,মহাবিষ্ফোটক-একদিন না একদিন ,
শীঘ্রই একই সাথে ঘনাবে, বিকট দুর্দিন ।


(ইং-১৯-০৫-২০২০)