ঝর্না, শাখানদী, নদী ,সাগরে মেশে -
শান্ত হয় ধারা, সেথায় অবশেষে ;
বাঁক কতনা অতিক্রমণ, ত্যেজ ধারায় -
সাগরে, উত্থান পতনে, নিজেরে হারায় ।
এ-তো স্বাবাভিক, তার চলার গতি-
কাম্যে মহামিলন, রাখে তার মতি ৷


মানব সে মহান, তার উৎসের বিচার-
কেন রাখে না আশা, বিশ্বমানবতার ?
জীবনে নানা রূপে, বহে মানব-
কেন নেই তার সে, ভাবনার উদ্ভব !
দেখিনা কোন, বিশ্বমিলনের সংযোগ -
ভুগিছে, ভেদাভেদে, সদা দুর্ভোগ !


মানবের নিয়মে দেখি, কত কি সেথা -
বিরাজিছে নানারূপে, নিয়ে তুচ্ছ প্রথা ,
নানা দ্বন্দ্ব, বিভেদ,ভরিয়া হেথা-হোথা -
কেন মিলনে বাধা, একতায় ভিন্নতা ?
মানব-তো নয়,অপয়া, হীন, স্বাদৃশ্য ,
নয় অজ্ঞানী, মুক বধির, অস্পৃশ্য !


জাগতিক সামগ্রিক, কল্যাণে তারা -
তারা যেন অসহায়, আজ পথ হারা ৷
কোথাও হয়তো একটু-মাত্র, ফাঁকা ,
তাহা, দু’নয়নে মানবের অদেখা !
সামান্য জলধারা, যদি যায় উৎরে ,
মানব কেন উত্থানে, বিচারে হারে ?


(ইং-২১-০৯-২০১৭ )