আমরা মানুষ, বড়ো বিবেকবান
সবজান্তা যেন জ্ঞানেতে আশমান ,
দেবতার আসনে স্ফীত উদরে
না খেটে ! যাঁর জীবন হয় আবাদ-
তাঁর চরণ ছুঁয়ে-ছুঁয়ে, কপালে দাগ ;
আরো কত জোড়করে নেই শুভসংবাদ ।


যারা ‘ম্যানহোলে’, মানুষ-প্রভুর সেবায়
অসময় জীবন করে দান দুর্ঘটনায় ,
হই নি আজো কারো স্মারক স্থাপনা
এ কাজে দেখি না মানবে উদারমনা
চেতনা ভোঁতা , ইচ্ছে না সম্মান জানাই
অথচ সে কর্মী বিনে দিন চলে না
হয় না কোন শহর সাফাই ।
সমাজ প্রথা, সেথা নীচুতার স্থান
কোন গ্রন্থে দেই নি তারে সম্মান ,
আমরা মানুষ চলছি ভিন্ গ্রহে
চড়ে রকেট যান ।


(২০-০১-২০২২)
শহরে প্রতি বছর “ম্যানহোল” ঠিক করতে যেয়ে অনেক সাফাইকর্মী মারা যায় । তাদের প্রতি সহানুভূতি জানিয়ে এ কাব্য লেখা । (১৯-০১-২০২২) সুরত-গুজরাট, পুনঃ দু’জন মারা যায় ।