মানব সে স্মৃতি ধর ,জ্ঞানী-গুণী ,
শিক্ষায় খোঁজে প্রকৃত মর্মবাণী ;
পুরাতে চায় তার চাহিদার তৃপ্তির ,
পথ খোঁজে রাতদিন শুধু শান্তির ।


আনাচে-কানাচে চারিভিতে ধায় ,
প্রার্থনায়, আস্থায়, সারে উপায় ।
কষ্টকর তীর্থের দ্বার করে- ভ্রমন -
তবু নয় শান্ত ,মানব চিত্ত-মন !


কি যে পাহাড় ! নিষেধ ,বিদ্বেষ ?
তার বাঞ্ছার পূরণ , হয় না শেষ !
আরো খোঁজে পথ, আরো আগে -
লোভ-লালসা, স্বার্থ, সব ত্যাগে !
সৃজনে চলে অহরহ- কর্মকাণ্ড ,
কানায়-কানায় ভরে জ্ঞানভাণ্ড ।


মানব হবে না সে, পেছন- গমন ,
আসুক না, ঝঞ্ঝাঝড়- মহাপ্লাবন !
জিদ্ ধরে, একদা হবে, দেবমানব ,
ছাড়িয়া খোলস , ভাবনা- দানব ।


(ইং-০৩-১২-২০১৭)