কাউকে পারি না দিতে দু’মুঠো অন্ন
কাঁদে নি পরাণ কারো দুঃখ জন্য
পারি না বিলাতে, ফুলের মত সুবাস
ভুলেও যেন না করি কারো উপহাস ।


জানি না তত্ত্ব-জ্ঞান গভীরতার সার
না যেন করি তর্ক বৃথা নিয়ে তার
মানুষ সে এসেছে খুশীতে এ সংসার
ভেদাভেদ না করি বর্ণ-ধর্ম -আকার ।
উপকারে করো যে দেই নাই আশ্রয়
ফাঁক তালে না সাজি সাধু- মহাশয় ।


সৎপথে আয় করা কষ্টার্জিত সে ধন
দানদাতা তিনি মহান ধন্য তাঁর জীবন ,
অনৈতিকে না মাতা, নিজ কাজে মতি
ভুলবশতঃ না করি, কারো প্রতি ক্ষতি ।
  
(১৭-০৫-২০২২)