বলি গাছ, নীরব কেন আজ
ডাক ভগবান, সকাল সাঁঝ ,
গাছ বলে, অন্যায় করি না-
চোরামী কাজ নেই জানা ।


পাখীরে বলি, যাও মন্দিরে
দেবারাধণা ভরো অন্তরে ,
পাখী সে ধর্মপীঠে যায় না
অন্তরে নেই পাপ ভাবনা ।


হে তৃণ! দয়া মাঁগো, ভগবান
মুক্তিতে কর তাঁর নাম গান ,
তৃণ বলে, ‘এ দশা নয় কোপে
আমি পিষ্ট মানুষের চাপে’ ।


(ইং-২৯-০৬-২০১৯)