জন্ম থেকে আমৃত্যু ঋণী শুধু ঋণী
   কী দেয়নি ? এ জগৎ কাজে ,
    বাঁচার সাধন ,জীবন মাঝে ;
মুক্তহস্ত উদার-দানী, মহান এ ধরণী ।


বিচিত্র নীতিধারা রূপ-দৃশ্য জনতার
     জীবনকে করিতে সাকার
     গতিমতি প্রস্রবণ আকার ,
অভাবিত অচৈতন্যে চলন সংসার ।


যদিও শিক্ষা জ্ঞানে, টইটুম্বুর সাগর ,
       ভালোবাসা খুড়োর- কল
       পদে পদে স্বপ্নরা বিফল ,
মানব বিবেক-চিত্তে, অশুভর আগর ।


দুঃখ যদি ডাকা ঘরে, সোহাগে ভরে ,
        ক্ষীর কেন করা আশা-
        দূরে রেখে ভালোবাসা-
  হঠাৎ ভাগ্য জোরে সুখ কৈ ফেরে !


(ইং-২২-০৭-২০২০)
খুড়োর কল > ঝঞ্ঝাট পূর্ণ ব্যাপার ।